সিলেটে গোয়েন্দা অভিযানে তিন জুয়ারী গ্রেফতার

সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে তিন জুয়ারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগের একটি দল।
শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সেলিম (৫৫), মোঃ তারু মিয়া (৫৮), মোঃ আইয়ূব আলী (৪০)।
গ্রেফতারকালে আসামীর হেফাজাত হতে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ নগদ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।