সিলেটে চলছে ছোট যানবাহন, পথে পথে ভোগান্তি

সিলেটে চলছে ছোট যানবাহন, পথে পথে ভোগান্তি

করোনা মোকাবেলায় আজ থেকে শুরু হয়েছে ‘সীমিত পরিসরে’ লকডাউন। গণপরিবহন বন্ধ থাকায় পণ্যপরিবহন ও রিকশা ছাড়া বাকি সকল কিছু বন্ধ রয়েছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন কর্মব্যস্ত মানুষজন। তবে শপিংমল-মার্কেট বন্ধ থাকলেও নগরজুড়ে খোলা আছে ছোটখাটো দোকান। সেই সাথে অটোরিকশা আর ছোট পরিবহণ আগের মতই চলাচল করছে।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ দফায় গণপরিবহন চলাচল বন্ধ করার প্রথম দিনের চিত্র এটি। 

নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, রিকাবীবাজারসহ বিভিন্ন স্থানে যাত্রীদের গণপরিবহনের অভাবে দুর্ভোগে পড়তে দেখা গেছে।

প্রসঙ্গত- আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সীমিত পরিসরের এই বিধিনিষেধ থাকবে। বিধিনিষেধ চলাকালে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। খোলা থাকলেও হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।

লকডাউন ঘোষণা করে রবিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবে কঠোর লকডাউন।