সিলেটে চলছে না বাস, ট্রেন চলাচল স্বাভাবিক
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সিলেটে চলছে না কোনো বাস। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সামান্য পরিমাণে চলছে।
এদিকে, দূরপাল্লার বাস বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকেই সিলেট হতে শিডিউলমতো ছেড়ে গেছে সকল ট্রেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন- যাত্রী নেই তাই সিলেটে কোনো বাস চলছে না। তছাড়া পথে বের হলে গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই পরিবহণ শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে চাচ্ছেন না।
সিলেট রেল স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন- সিলেটের ট্রেন যোগাযাগ স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো যথাসময়ে সিলেট ছেড়ে গেছে ট্রেন।
তিনি বলেন- আজ ট্রেনে যাত্রীর চাপ একটু বেশি। হয়তো চাস চলছে না এজন্য এমন হয়েছে।