সিলেটে যুবকের আত্মহত্যা
সিলেট নগরীর শাহপরান এলাকায় মো. লায়েক মিয়া (৩০) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (৩ জুন) বিকেল তিনটার দিকে শাহপরাণের মেজরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
লায়েক সুনামগঞ্জের ছাতক উপজেলার কামরাঙ্গী গ্রামের মো. সুনু মিয়া ছেলে। বর্তমানে সে নগরীর শাহপরান এলাকার মেজরটিলার নূরপুর এলাকার বসবাস করতো।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।