সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি হলেন জগন্নাথপুরের মাহিন
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্র।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়।
এদিকে পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি পদে স্থান পেয়েছেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মাহিন তালুকদার।
মাহিন তালুকদার বলেন, বঙ্গবন্ধুর আর্দশে আমার পথচলা। দীর্ঘদিন থেকে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছি। কখনও আর্দশ থেকে বিন্দুমাত্র দূরে যাইনি। এই কমিটিতে আমাকে মূল্যায়ন করা হয়েছে। এটা আমার জন্য আনন্দের, গৌরবের।
'আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হাদা মুকুট, আমাদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার সংগ্রামী সফল সভাপতি দিপঙ্কর কান্তি দে সহ সকল নেতৃবৃন্দকে।'
আমার এই রাজনৈতিক পথ চলায় অতীতের মতো সবাইকে পাশে চাই। বাংলার সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সবসময় মাঠে-ময়দানে কাজ করবো। - যোগ করেন মাহিন।