সুনামগঞ্জে বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু

সুনামগঞ্জে বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু

সুনামগঞ্জ শহরের নতুন বাস স্টেশন এলাকায় বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮ টা দিকে নীলাদ্রি বাস ও সুনামগঞ্জ সিলেট সড়কের লোকাল বাসের মধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এসময় দুজন গুরুত্বর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।

নিহত ব্যক্তির নাম অমিত দাস (৩০)। তিনি জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। আহত ব্যক্তির নাম আলমগীর (৩৭)। তিনি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মহসিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সুনামগঞ্জের নতুন বাস স্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়া নীলাদ্রি বাস এবং লোকাল বাস এর মধ্যে দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনায় দুইজন লোক গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আঘাতপ্রাপ্তদের সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় আছেন।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।