সুনামগঞ্জে মোটরসাইকেল থামিয়ে ছিনতাই, আহত দুই ভাই
সুনামগঞ্জ সদরে সিএনজি থামিয়ে ছিনতাইয়ে শিকার হওয়ার অভিযোগ করেছেন মোঃ মির্জাদুল হক (২৯) নামের এক যুবক।
গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুনামগঞ্জ -সিলেট সড়কের দিরাই রাস্তার নির্মাণাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ঔ যুবক। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথরিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের মোঃ নুরুল আমীনের ছেলে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পারিবারিক কাজ শেষে সুনামগঞ্জ শহরে আসি। কাজ শেষে আমি ও আমার দুই সহকর্মী মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে পৌছামাত্র একটি সিএনজি অটোরিক্সা গাড়ী আমাদেরকে থামায়। পরে ৪ থেকে ৫ জন এবং রাস্তার পাশ থেকে আরো ৪-৫ জন লোক এসে আমাদের উপর আক্রমন করে। লাঠি দিয়া আমার ভাই মোঃ ফাৰ্জাদুল হককে মারধর করে। সায়েম মিয়া ও ফয়সল আহমদ নামের দুই ব্যক্তব আমারকে আঘাত করে।
এসময় মাহমুদুর আমাদের গুরুত্বপূর্ণ কাগজসহ নগদ ১ লক্ষ ৩৫,০০০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ৪টি কার্ড ও রোমানিয়া প্রবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছিনতাই করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ আইনানুগ প্রক্রিয়ায় এগোবে। তদন্ত চলছে।