সোমবার থেকে গণপরিবহন ও শপিং মল বন্ধ

সোমবার থেকে গণপরিবহন ও শপিং মল বন্ধ

সোমবার (২৮ জুন) থেকে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। রবিবার (২৭ জুন) জারিকৃত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।

এর আগে ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়। মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আবারও বন্ধ করে দেওয়া হলো।

এদিকে সারা দেশে কাল সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

রবিবার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই নিয়ম জারি থাকবে।