৮১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

৮১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

৮১ দিন পর হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ১৩ নভেম্বর তিনি হাসপাতালটিতে ভর্তি হন। ৮১ দিনের মাথায় মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তিনি একটি গাড়িতে করে হাসপাতাল থেকে গুলশানের দিকে যাত্রা শুরু করেন।

এর আগে বিএনপি নেত্রীর তার চিকিৎসা বোর্ডের পক্ষ থেকে তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানান চিকিৎসক ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী।

তিনি জানান, এই হাসপাতালে রোগী, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে গত জানুয়ারি মাসেই ৩৮০ জন চিকিৎসা নিয়েছেন। এই পরিস্থিতিতে তারা এই হাসপাতালের চেয়ে বাসায় রেখে চিকিৎসা নেয়াটাই কম ঝুঁকির মনে করছেন।

সকালে বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তাদের নেত্রীর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়। তাতে বলা ছিল, ‘আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় আসবেন।’

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দুর্নীতির দুই মামলার দণ্ড স্থগিত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ বিএনপি নেত্রী ৬ মাসের জন্য মুক্তি পান। সে সময় দুটি শর্তের কথা বলা জয় সরকারের পক্ষ থেকে। এগুলো হলো, ১. বিএনপি নেত্রী চিকিৎসা নেবেন তার বাসায়, ২. তিনি দেশের বাইরে যেতে পারবেন না।