১ জানুয়ারি থেকে ফের গণটিকা কার্যক্রম
নতুন বছরের প্রথম দিন থেকে আবারও দেশব্যাপী গণটিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এবারের গণটিকার লক্ষ্য, ২০২১ সালের জানুয়ারিতে সারা দেশের তিন কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও টিকা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. শামসুল হক গণটিকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১ জানুয়ারি থেকে সারা দেশে এই গণটিকা কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। এবারের কার্যক্রম শহর এলাকার পাশাপাশি প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে চলবে। ওয়ার্ডের যেসব স্থানে ইপিআই কেন্দ্র আছে, সেসব জায়গায় এই গণটিকা দেওয়া হবে।’
শুধু জানুয়ারি মাসের মধ্যেই সারা দেশে অন্তত তিন কোটি মানুষকে এই টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান অধ্যাপক ডা. শামসুল হক।