‘প্রধানমন্ত্রী খাবারের ব্যবস্থা করেছেন কেউ না খেয়ে মরবে না’
সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। পরিদর্শনের আগে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, ‘দুর্যোগকালে কোনও মানুষ না খেয়ে মরবে না। প্রধানমন্ত্রী সবার জন্য খাবারের ব্যবস্থা করেছেন।’
শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হাওর বাংলা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেখানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাঙ্গা ও চরভদ্রাসন এলাকার সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. মহিবুর রহমান মানিক, পৌর মেয়র নাদের বখত, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম।