আব্দুল মোবিনের ‘প্রেমময় গীতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
লেখক আব্দুল মোবিনের ‘প্রেমময় গীতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (১২ ফ্রেবুয়ারী) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম আলো বন্ধুসভার আয়োজিত বইমেলায় বইটির মোড়ক উন্মোচন হয়।
লেখক রাজনীতিবিদ প্রিন্স সদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষক তাজুল মোহাম্মদ।
জসিম বুক হাউসের স্বাধিকারী মো. জসিম উদ্দিনের সূচনা বক্তব্যে এসময় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, সাহিত্য সমালোচক কবি জয় জাহাজী, ব্যাংকার জগলুল হক,বইটির লেখক কবি আব্দুল মোবিন, কবি ও কথাসাহিত্যিক মাসুমা টফি একা, কবি রাহনুমা শাব্বীর চৌধুরী মনি, কবি সেনোয়ারা আক্তার চিনু, জুবের আহমদ সার্জন, খালেদ আহমদ, শাব্বির আহমদ অপু, অপি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা সৈয়দ।
এসময় বক্তারা বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু, যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি করে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতেও সহায়তা করে। তাই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার চর্চা বাড়াতে হবে।
বইটির প্রচ্ছদ করেছে বইবাজার ডটকম আর প্রকাশ করেছে জসিম বুক হাউস।