আমার কাজই আপনাদের সেবা করা: মন্ত্রী মান্নান
পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, আমার কাজই আপনাদের সেবা করা। এখন পুরো জেলায় উন্নয়ন হচ্ছে। পাগলা বাজারে উড়াল সেতু করে জনভোগান্তি দূর করা হবে। শিগগিরই পশ্চিম পাগলায় ইউনিয়ন কমপ্লেক্স ভবন হবে। এক কথায় জনগণের উন্নয়ন হয়, এমন সব কাজ আমরা করব। আপনারা প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আগমনকালে উপজেলার পাগলা বাজারে সংক্ষিপ্ত পথসভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এ সময় হাজারো মানুষ ফুল দিয়ে মন্ত্রীকে বরণ করেন।
তিনি বলেন, শেখ হাসিনা শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আমি বেঁচে থাকলে প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জের ব্যাপক উন্নয়ন হবে। আপনারা দেখবেন।
তিনি আরও বলেন, দেশের যত উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রীর অবদান। আমাদের প্রধানমন্ত্রীর কথা মনে রাখতে হবে। তাঁর প্রতি বিশ্বাস রাখতে হবে। ইনশাআল্লাহ আপনাদের উপকারের জন্য সরকার সকল উন্নয়ন করবে।