চাকুরি রাজস্বকরণের দাবীতে মানববন্ধন
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় বেতনভুক্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত ৫০০ কর্মচারীদের চাকুরি রাজস্বকরণের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সিলেট নগরীর সাগরদীঘিরপারস্থ মৎস্য অধিদপ্তরের সামনে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদ সিলেট বিভাগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগের ইউনিয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি মন্টু বৈদ্য।
এসময় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ক্ষেত্র সহকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর দাস, স্বরুপ চক্রবর্তী, অপরাজিত দেব, সমর চন্দ্র দাস, জয়তুন নাহার জলি, ফাহিমা বেগম, শাম্মি আক্তার, রাজিব দাস, উজ্জল দাস, মিঠু দাস, অসীম কুমার দত্ত, শিহাব আহমদ, হাসাইন আহমদ, শিল্টু দাস, মিফার আহমেদ, পুলক পাল, মৃনাল কান্তি আচার্য্য, আতিকুল ইসলাম, শাহ আল জাবেদ, রতন সরকার, বাপ্পু চন্দ্র পাল, খালেদ সাইফুল্লাহ, লুৎফর রহমান, আজমল হোসেন, রনি কুমার রায়, শরিফুল ইসলাম সায়েম, হিরন মিয়া, মাধব চন্দ্র সূত্রধর, সমরেশ দাস, ইমামুল হক, ইব্রাহিম আহমেদ প্রমুখ।