নগর পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নগর পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সিলেট মহানগর পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জানুয়ারী) সকাল আটটায় নগরের পুলিশ লাইন্স মাঠে এ গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। 

প্যারেডে সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ নিয়মিত শারীরিক প্রশিক্ষণ-প্যারেডের মানোন্নয়ের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ডিউটি করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময  মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম (ক্রাইম এন্ড অপস), উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদসহ এসএমপি'র সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।