নবমীতে সিলেটের মন্ডপে মন্ডপে ভিড় : শুক্রবার প্রতিমা বিসর্জন

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মহানবমী। এইদিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। সনাতন ধর্মমতে, দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেটের বিভিন্ন মন্ডপে শুরু হয়েছে মহানবমী ও বিহিত পূজা। এতে অংশ নিতে পূজামণ্ডপে আসতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্ডপে মন্ডপে বাড়তে থাকে মানুষ। শিশুসহ সব বয়সী মানুষকে পূজা দিতে আসতে দেখা যায়।
এদিকে, সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের ন্যায় সিলেটেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বছর সিলেট বিভাগে পারিবারিক, বারোয়ারি ও সার্বজনীন পূজামন্ডপ (স্থায়ী ও অস্থায়ী) ২৫৮৪ টি। পুরো বিভাগে গত বছর থেকে এবার ১৭১ টি কম। আর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মৌলভীবাজার জেলায় ৮৭৩টি।
গত বছর ছিল সিলেট বিভাগে পারিবারিক, বারোয়ারি ও সার্বজনীন পূজামন্ডপ (স্থায়ী ও অস্থায়ী) ২৭৫৫ টি।
এ বছর সিলেট জেলায় ৬০৫ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। যা গত বছর থেকে ২১টি বেশী। সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে মোট ৬৫টি পূজার আয়োজন করেছেন পূজারীরা।
সিলেট সদর উপজেলায় সার্বজনীন পূজা ৫৮টি। দক্ষিণ সুরমা উপজেলায় ২২টি পূজার আয়োজন করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলায় ৬১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা গত বছর থেকে ৩টি বেশী। বালাগঞ্জ উপজেলায় ৩২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। কানাইঘাট উপজেলায় সার্বজনীন পূজা ৩৮টি। জৈন্তাপুর উপজেলায় সার্বজনীন পূজা ২৩টি। বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন পূজা ২৫টি। যা গত বছর থেকে ১টি কম। গোয়াইনঘাট উপজেলায় এবার ৩৬টি পূজার আয়োজন করা হয়েছে। গত বছর থেকে ৩টি কম। জকিগঞ্জ উপজেলায় জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজার আয়োজন করা হয়েছে। এ উপজেলায় এবার সার্বজনীন পূজা ৯৯টি। গত বছর থেকে ১৫টি বেশী। বিয়ানীবাজার উপজেলায় ৪৬ টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত বছর থেকে ৫টি কম। কোম্পানীগঞ্জ উপজেলায় ২৮টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। গত বছর থেকে ১টি কম। ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩৮টি পূজার আয়োজন করা হয়েছে। গত বছর থেকে ১টি বেশী। আর ওসমানীনগর উপজেলায় ৩৫টি পূজার আয়োজন করা হয়েছে। গত বছর থেকে ২টি বেশী।
এছাড়া, মৌলভীবাজার জেলায় ১০৮৩টি পূজার আয়োজন করা হয়েছে। গত বছর থেকে এবার ২১০টি পূজা কম। এর মধ্যে মৌলভীবাজার পৌরসভায় ১৬টি, সদর উপজেলায় ৭৫টি, শ্রীমঙ্গল উপজেলায় ১৫৪টি, বড়লেখা উপজেলায় ১৩৬টি, জুড়ি উপজেলায় ৬৭টি, রাজনগর উপজেলায় ৮০টি, কমলগঞ্জ উপজেলায় ১৪৩টি ও কুলাউড়া উপজেলায় সর্বোচ্চ ২০২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সুনামগঞ্জে এবার ৪২০টি পূজার আয়োজন করা হয়েছে। গতবছর থেকে ৮টি পূজা বেশী। গত বছর পূজা ছিল ৪১২টি। এর মধ্যে সুনামগঞ্জ পৌরসভায় ২৩টি, সদর উপজেলায় ২৩টি, ছাতক পৌরসভায় ১২টি, ছাতক উপজেলায় ২৫টি, জগন্নাথপুর পৌরসভায় ৬টি, জগন্নাথপুর উপজেলায় ৩৫টি, দিরাই পৌরসভায় ৭টি, দিরাই উপজেলায় ৫৬টি, শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলায় ২২টি, জামালগঞ্জ উপজেলায় ৫২টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৯টি, শাল্লা উপজেলায় ৩০টি, তাহিরপুর উপজেলায় ২৯টি, দোয়ারাবাজার উপজেলায় ১৯টি, ধর্মপাশা উপজেলায় ২০টি ও মধ্যনগর উপজেলায় ৩২টি।
হবিগঞ্জ জেলায় এবার ৬৮৬টি পূজার আয়োজন করা হয়েছে। গত বছর থেকে ১০টি পূজা বেশী। গত বছর পূজা ছিল ৬৭৬টি। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ৩৮টি, সদর উপজেলায় ৪২টি, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৮টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ১২টি, লাখাই উপজেলায় ৭১টি, আজমিরিগঞ্জ পৌরসভায় ৮টি, আজমিরিগঞ্জ উপজেলায় ৩১টি, বানিয়াচং উপজেলায় ১২২টি, চুনারুঘাট পৌরসভায় ৯টি, চুনারুঘাট উপজেলায় ৭৩টি, মাধবপুর পৌরসভায় ১৩টি, মাধবপুর উপজেলায় ১০৯টি, বাহুবল উপজেলায় ৫০টি, নবীগঞ্জ পৌরসভায় ১০টি ও নবীগঞ্জ উপজেলায় ৯০টি পূজার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, এ বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। গত বছরের চেয়ে এবার পূজার সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি।