বালাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম: প্রধান শিক্ষককে শোকজ

বালাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম: প্রধান শিক্ষককে শোকজ
বালাগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণে ও তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব স্বাক্ষরিত এ শোকজ নোটিশ পাঠানো হয়। সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণে ও তালিকা প্রণয়নে অনিয়মের সত্যতা ও লিখিত অভিযোগ পাওয়ায় বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কে শোকজ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ মার্চ বুধবার স্বজনপ্রীতি ও অনিয়ম করে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি দুই শিক্ষকের সন্তানদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণের অভিযোগ করেন মোহাম্মদ আব্দুল হান্নান নামের এক শিক্ষার্থীর অভিভাবক। তালিকা প্রণয়নে মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করায় প্রধান শিক্ষক উপর ক্ষোভ প্রকাশ করেছেন মানবিক বিভাগে পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবকেরা। এ নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।