শাবির সব তথ্য এক অ্যাপেই মিলবে
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব তথ্য একসঙ্গে পেতে ‘মাইসাস্ট’ নামে অ্যাপ চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। গুগল প্লে স্টোর এবং আইস্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে অ্যাপটি।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অ্যাপটির উদ্বোধন করেন।
মাইসাস্ট অ্যাপের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এবং তথ্যগুলো সহজলভ্য করতে এই অ্যাপটি চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা এবং আইসিটি সেলের তত্ত্বাবধায়নে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।
অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন বিষয়, দপ্তরসমূহের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ইভেন্ট, নোটিশ, প্রোকিউরমেন্ট ও জব সার্কুলার সংক্রান্ত নোটিশ শিক্ষার্থীরা জানতে পারবে।