সুইমিংপুলে মারা যাওয়া রৌদ্রের লাশ হস্তান্তর

সিলেট নগরের মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে নিহত শিক্ষার্থী রৌদ্র দত্তের (১৫) লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে বুধবার (২৬ মে) দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন । তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের কর হয়নি।
এরআগে মঙ্গলবার (২৫ মে) বিকেলে নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী রৌদ্র দত্ত সহপাঠীদের নিয়ে মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতার কাটতে নামেন। কিছুক্ষণ পর সহপাঠী ও হোটেলকর্মীরা রৌদ্রকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর তাকে সুইমিং পুলের পানির নিচে ডুবে থাকতে দেখেন। পরে রৌদ্রকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।