সুনামগঞ্জে অসহায় মানুষদের ইফতার দিলেন ছাত্রদল নেতা নাঈম
জাগো সিলেট: সুনামগঞ্জে জেলা ছাত্রদলের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাঈম আহমেদ শিশিরের অর্থায়নে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের হোসেন বখত চত্বর (বক পয়েন্ট) এলাকায় প্রায় দুইশত মানুষদের এ ইফতার বিতরণ হয়।
এ ব্যাপারে ছাত্রদল নেতা নাঈম আহমেদ শিশির বলেন, আমাদের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আমার নিজ অর্থায়নে এ ইফতার বিতরন করেছি।
বিতরণকালে উপস্থিতি ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কালারচান মিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনাজ্জির হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম মিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক 'জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, তৌহিদ রহমান আছান, রমজানুল করিম পাপন, নাছিম চৌধুরী, সদস্য সচিব তারেক মিয়া, সদস্য ওমর ফারুক , শামসুর রহমান প্রমুখ।