হবিগঞ্জে বিদ্যুতের খুটির সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কা, হেলপার নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির হেলপার আলম মিয়া (২৭) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় দরগা গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার কালিশিমা গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, ‘দ্রুত গতিতে আসা একটি মিনি কাভার্ডভ্যান দরগা গেইট এলাকায় পৌঁছানো মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কাভার্ডভ্যানটি সড়কের নিচে পড়ে যায়। এতে গাড়ির হেলপার নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করেছে।