সিলেট-৬ : নাহিদের আসনে তৃণমূল বিএনপির চোখ
এমনিতেই নিজ দলের মধ্যেই চাপে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নাহিদ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন আরও কয়েকজন। এবার দলের বাইরের আরেকজনও নাহিদের মাথাব্যথার কারণ হয়ে ওঠেছেন।
এ আসনে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে তৃণমূল বিএনপির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সমশের মবিন চৌধুরীর নাম। এনিয়ে অনেকটা বেকায়দায় নাহিদ অনুসারীরা। সমশের মবিন তৃণমূল বিএনপির প্রার্থী হলে কী হবে–এমন আলোচনাই এখন এলাকার মানুষের মুখে মুখে।
প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিয়ে গঠিত সিলেট-৬ আসন। এ সংসদীয় এলাকায় প্রবেশ করলেই চোখে পড়বে সুন্দর সুন্দর অট্টালিকা। নির্বাচনে অনেকটা মুখ্য ভূমিকা পালন করেন এখানকার প্রবাসীরা।
জানা গেছে, ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নাহিদ বিজয়ী হলে ফের আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। আবার ২০০১ সালে আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমানকে হারিয়ে আসনটি ফের দখলে নেন নাহিদ। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন।এবারও এ আসনে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী হিসেবে অনেকটা এগিয়ে ছিলেন সাবেক এই শিক্ষামন্ত্রী।
তার পাশাপাশি কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন ১৫ বছর ধরে আছেন মাঠে। তিনি কানাডার নাগরিকত্ব ছেড়ে দিনরাত মাঠে কাজ করছেন। ওই আসনে আলোচিত হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেকের নাম। সম্প্রতি আলোচনায় ওঠে এসেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। আলোচনায় আছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম পল্লবও।
এছাড়াএই আসনে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ হাসিব, নিউজার্সি শাখার সাধারণ সম্পাদক শফিক আহমদ ওই আসনে মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে জাতীয় পার্টি থেকে সাবেক হুইপ সেলিম উদ্দিনও এ আসনে নির্বাচন করতে চান।
যেখানে আওয়ামী লীগ ও অন্যান্য দলের মনোনয়নপ্রত্যাশীরা দিনরাত মাঠে কাজ করছেন, সেখানে হঠাৎ করেই উঠে এসেছে তৃণমূল বিএনপির চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীর নাম। তিনি প্রতি সপ্তাহে এলাকায় যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। সিলেট-১ আসনে তার নির্বাচন করার কথা থাকলেও নিজ এলাকার আসনেই নির্বাচন করবেন বলে তার অনুসারীরা জানিয়েছেন।
গত নির্বাচনেও সিলেট-১ আসনে তাঁর নির্বাচন করার কথা ছিল। কিন্তু তাকে বাদ দিয়ে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে। এনিয়ে তখন সমশের অনুসারীরা হতাশ হন। মাঝে ওই আসনে সমশের মবিন নির্বাচন করবেন বলেও জোর আলোচনা হয়।সমশের মবিন চৌধুরী বলেন, যে কয়দিন বেঁচে আছি এলাকার মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন দেখে হতাশাও ব্যক্ত করেন প্রবীণ এ কূটনীতিবিদ।
এদিকে নুরুল ইসলাম নাহিদ একাধিকবার বিজয়ী হলেও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ মানুষের।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম পল্লব বলেন, দেশের অন্যান্য এলাকার দিকে তাকান, আর বিয়ানীবাজারের সড়কের দিকে তাকান, বুঝতে পারবেন কতটুকু উন্নয়ন হয়েছে।
এ ব্যাপারে নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি। গত ২০ বছরে যা হয়েছে, অতীতে তা হয়নি। সব উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। ধারাবাহিক উন্নয়ন অব্যাহত আছে।