সিলেট সদরে আশ্রয়ণ প্রকল্পের ১০০ পরিবার পেলো দুম্বার মাংস
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে মুড়ারগাও এবং চানপুরা আশ্রয়ন প্রকল্পের ১০০ পরিবারে মধ্যে সৌদি সরকারের দেয়া দুম্বার মাংস উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি ) উপকারভোগী শত পরিবারের মাঝে দুম্বার মাংস বিতরণ করা হয়।
এছাড়াও সৌদি আরব সরকারের দুইজন প্রতিনিধির উপস্থিতে এদিন সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরণ মাহমুদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি সদস্য নাজিম উদ্দীন ইমরান, আনসার আলী, কাজল প্রমুখ।