সিলেটে ঈগল ভেবে ‌‌‘জীবন্ত শকুন’ নিয়ে প্রচারণা!

সিলেটে ঈগল ভেবে ‌‌‘জীবন্ত শকুন’ নিয়ে প্রচারণা!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে প্রার্থীর সমর্থকরা ঈগল ভেবে জীবন্ত এক শকুন নিয়ে প্রচারণা করেছিল। অবশেষে জানা গেল সেটি ঈগল নয়, বিরল প্রজাতির শকুন। এনিয়ে এলাকায় এক রসালো আলোচনার ঝড় বইছে।

গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিরল প্রজাতির শকুনটি উপজেলার মকা থেকে উদ্ধার করে জেলা বন বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, প্রায় সপ্তাহ খানেক পূর্বে বানিয়াচং উপজেলার ৬নম্বর কাগাপাশা ইউনিয়নের মকা হাওর থেকে একটি বিরল প্রজাতির শকুন পাকড়াও করেন ঈগল পাখির সমর্থকরা। পাখিটিকে ঈগল ভেবে তারা ব্যাপক প্রচারণা চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি নজরে আসে জেলা বন বিভাগ কর্মকর্তাদের। এরই প্রেক্ষিতে বন বিভাগ ওই এলাকায় অভিযান চালিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে আসেন।

এ ব্যাপারে বন বিভাগের হবিগঞ্জ জেলা রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, উদ্ধার করা পাখিটি ঈগল নয়। হিমালয় থেকে ছুটে বিরল প্রজাতির একটি শকুন। এটি অবমুক্ত করা হবে।

এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

প্রসঙ্গত, আসনটিতে ঈগল মার্কা নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খান। আর নৌকা প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।