আরও যা-যা ঘটতে পারতো ।। নির্মলেন্দু গুণ

আরও যা-যা ঘটতে পারতো ।। নির্মলেন্দু গুণ

এখন আমার ছুটি? ও, বুঝেছি,
এবার তুমি বাঁধবে চুলের ঝুঁটি।

কেউ যেন বুঝতে না পারে,
—তোমার চুলের গন্ধ নিতে
—তোমার ফুলের গন্ধ নিতে
—তোমার কোনো প্রেমিক
এসেছিল তোমার অভিসারে।

আমি কি বলছি কিছু বানিয়ে?
নাহ্, আমার কবিতাগুলো
আমি লিখি, যা ঘটে, তা নিয়ে।

জানি, তোমার অজানা তা নয়।
আমি তো দিয়েছি তোমাকে
আমার সুপ্তোত্থিত কামের প্রণয়।

রবীন্দ্রনাথ যতই বলুন না কেন,
সব সঙ্গীত ইঙ্গিতে থামে নাই।
সেইসব অবাধ্য কিছু সঙ্গীতই
আমি তোমাকে শোনাতে চাই।

লিখতে পারতাম কিন্তু লিখিনি,
আরও যা-যা ঘটতে পারতো—
ঘটি-ঘটি ক'রেও যা ঘটে নাই।