'এবারের ঈদযাত্রায় ভোগান্তি কম'
এবারের ঈদযাত্রায় ভোগান্তি কম জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার সড়কের পরিস্থিতি ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো’।
কাদের বলেন, গাজীপুরের যানজটের যে সমস্যা ছিল, আমার মনে হয় এবার আর সেই সঙ্কট হবে না। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি গাজীপুরে। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে।
শুক্রবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন থেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আর উত্তরবঙ্গের দিকে যানজটের যে সমস্যা হয়, সেটা ওভারকাম করেছি। সেখানে নলকা ছিল দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানে কোনো সংকট হবে বলে আমার মনে হয় না।
তারপরও কিছু জায়গায় যানজটের জন্য চালকদের অসহিষ্ণুতাকে দায়ী করেন মন্ত্রী। বলেন, সড়কে একটু চাপ দেখলেই অনেক সময় রং রোডে চলে যায় চালক। রং রোডে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকা অনেকক্ষণ ধরে যানজটে থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়ক ভালো আছে।
ঈদযাত্রায় যেন ভোগান্তি না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী খেয়াল রাখছেন।