কবি আবদুল বাসিত মোহাম্মদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন
কবি আবদুল বাসিত মোহাম্মদের অকাল মৃত্যুর এক বছর পূর্ণ হলো আজ ১০ ডিসেম্বর। গেল বছরের এই দিনে সিলেট নগরের আম্বরখানা এলাকায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃক নির্মাণাধীন ড্রেনে পড়ে পেটে রড ঢুকে মৃত্যু হয় তাঁর।
আবদুল বাসিত মোহাম্মদ একাধারে কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা ছিলেন।
এদিকে তাঁর প্রথম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা করেছে জালালাবাদ কবি ফোরাম।
শুক্রবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে জালালাবাদ কবি ফোরাম সাধারণ সম্পাদক কবি আবু আসাদ চৌধুরীর সঞ্চালনায় এ স্মরণ সভায় বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশনের অপরিকল্পিত উন্নয়নের বলি হয়েছেন আবদুল বাসিত মোহাম্মদ। কিন্তু সিটি করপোরেশন তাঁর মৃত্যুতে বিন্দু পরিমান দায়বদ্ধতা দেখায় নি, লোক দেখানো একটি কথিত সমবেদনা দিয়েই যেন তারা রেহাই পেয়ে গেলেন। এটা আমাদের কষ্টের বিষয়। আমরা চাই এই কবির জীবন কর্ম নিয়ে সিসিকের আয়োজনে একটি নাগরিক শোক সভা অন্তত হোক। নগরের যে কোন একটি সড়কের নাম তাঁর নামে নামকরণ হোক। এই দাবি আমাদের, সমগ্র সিলেটবাসীর।
কবি কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লেখক রাজনীতিবিদ কর্নেল সৈয়দ আলী আহমদ, গল্পকার সেলিম আউয়াল, কবি বাছিত ইবনে হাবীব, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরাফদার, কবি আব্দুল হক, কবি ও গীতিকার সাঈদ শাহীন, লেখক ও অভিনেতা মিনহাজ ফয়সল, কবি সাদিক সিরাজী, কবি লিপি খান, ছড়াকার এমদাদ আলী, তাসলিমা খানম বীথি, সাংবাদিক কামরুল ইসলাম মাহি, উদ্দীপ্ত সিলেটের সভাপতি আবিদ কাওসার, এম উ শাকিল, শিপুল আমীন চৌধুরী, জেনারুল ইসলাম, শামস মাহবুব, হাবিব চৌধুরী প্রমুখ।