গোয়াইনঘাটে ২২৪ বস্তা চিনি জব্দ, আটক ১

গোয়াইনঘাটে ২২৪ বস্তা চিনি জব্দ, আটক ১

সিলেটে অবৈধপথে আসা ভারতীয় চিনির একাধিক চালান জব্দ করেছে পুলিশ। চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়। শনিবার (২ সেপ্টেম্বর) আটককৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটক মাহবুবুর রহমান (২৭) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোররাতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামের ইছামতি নদীরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১২১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার ওজন ছিল ৫০ কেজি।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে একই উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দি গ্রামের আকবর ও আমির আলীর বসতঘর থেকে ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় আকবর আলী, আমির আলী ও একই গ্রামের সজিব মিয়া পালিয়ে যায়।

এছাড়া মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে শনিবার অভিযান চালিয়ে ৩ বস্তা চিনি  এবং একটি মোটরসাইকেলসহ মাহবুবুর রহমান নামের এক যুবককে আটক করা হয়।