চারমাস পর উন্মুক্ত হচ্ছে সিলেটের পর্যটন কেন্দ্র

চারমাস পর উন্মুক্ত হচ্ছে সিলেটের পর্যটন কেন্দ্র

টানা সাড়ে চারমাস বন্ধ থাকার পর উন্মুক্ত হচ্ছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে জেলার সকল হোটেল-মোটেল রিসোর্টসহ সব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৮ মার্চ সিলেটের সব পর্যটন স্পট বন্ধের ঘোষণা দেয় সিলেট জেলা প্রশাসন। এর ছয় মাস পর গত ৯ সেপ্টেম্বর ২৫ শর্তে এসব পর্যটনকেন্দ্র ও রিসোর্স সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর আবার গত গত ১ এপ্রিল থেকে সিলেটের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখা নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনার পরপরই সিলেটের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল-গেস্ট হাউস বন্ধ হয়ে যায়।

এদিকে পর্যটন কেন্দ্র খোলার সংবাদে জেলার সকল আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পর্যটকদের উপভোগের জন্য নতুনভাবে সাজানোর কাজ করছে পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

এর আগে ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়- আগামী ১৯ আগস্ট থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।