জলাবদ্ধতার যন্ত্রণা থেকে নিস্তার পাচ্ছে না সিলেট

জলাবদ্ধতার যন্ত্রণা থেকে নিস্তার পাচ্ছে না সিলেট

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে সিলেট নগরের অনেক এলাকায়। নগরের জলাবদ্ধতা নিরসনে গত ৯ বছরে প্রায় ৫২৩ কোটি টাকা ব্যয় করেছে সিটি করপােরেশন। তবু জলাবদ্ধতার যন্ত্রণা থেকে নিস্তার পাচ্ছে না নগরী।

মঙ্গলবার রাতে নগরের দরগাহ মহল্লা, পাঠানটুলা, লল্ডনী রোড, সুবিদবাজার, ইলেকট্রিক সাপ্লাই, জামতলা, তালতলাসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে এসব সড়ক। কোথাও হাঁটু পানিও জমে গেছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেটের এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা নগরবাসীর।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের কারো বক্তব্য জানা যায় নি।