জাফলংয়ে বনবিভাগের পাঁচ একর ভূমি দখলমুক্ত

জাফলংয়ে বনবিভাগের পাঁচ একর ভূমি দখলমুক্ত

সিলেটের জাফলংয়ে বনবিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে বনবিভাগের পাঁচ একর ভূমি দখলমুক্ত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ অভিযান চালান।

অভিযান শেষে সিলেট বনবিভাগের সহকারী জেলা বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, টাস্কফোর্সের অভিযানে সোনাটিলা এলাকার বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকানপাট ও বসতঘরসহ ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অভিযানকালে বন ও পরিবেশ বিনষ্ট করে ব্যবসা পরিচালনাকারী পাথর ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পরিবেশ বিধ্বংসী কাজ বন্ধ না করলে পরবর্তী অভিযানে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।