জয়ে এশিয়া কাপের মিশন শুরু বাংলাদেশের

জয়ে এশিয়া কাপের মিশন শুরু বাংলাদেশের

লক্ষ্যটা ছিল নাগালের মধ্যেই। সেটা ছুঁতে একটু মন্থর ব্যাটে খেলতেই পারত বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই ব্যাটিং তান্ডব চালালেন ওপেনার শামীমা সুলতানা। বিধ্বংসী এক ইনিংসে বাংলাদেশ জয় তুলে নিয়েছে সহজেই। থাইল্যান্ডের বিপক্ষে ৫০ বল হাতে রেখেই ৯ উইকেটের জয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা।

স্পোর্টিং উইকেট হলেও থাই ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ব্যাটাররা অবশ্য শুরু থেকেই আগ্রাসী ছিলেন। শামীমা ১০ চারে ৩০ বল খেলে ৪৯ রানের একটা বিধ্বংস ইনিংস খেলেন। তার ব্যাটিং তান্ডবে পাওয়ার প্লেতেই বাংলাদেশ তুলে নেয় ৫২ রান। রানরেট ছিল সাড়ে আটের বেশি। ৮ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৬৯।

জয়ের জন্য যখন বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪ রান, তখনই থাই বোলার পোথায়োঙ্গের বল মিড উইকেট দিয়ে স্লগ করতে যান। কিন্তু বিফল হন, বোল্ড আউট হয়ে ধরতে ড্রেসিং রুমে পথ। অর্ধশতক থেকে ছিলেন মাত্র ১ রান দূরে।

তার বিদায়ে রানের চাকার গতি একটু ধীর হয় বটে, তবে জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগ্রেসদের। শেষ বলে ছয় মেরে জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টাইগ্রেসরা।

ফারজানা হক অপরাজিত থাকেন ২২ রানে এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৪ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।