তিন বছর পর সিলেটে আন্তর্জাতিক ম্যচ: বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার তিন ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। সিলেটে অনুষ্ঠিত ৩টি ওয়ানডে, চট্টগ্রামে ৩ টি-টোয়েন্টিসহ সব ম্যাচই বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। মিরপুরে একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়।
ওয়ানডে দিয়েই দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে সিলেটে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কাল থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ওয়ানডে সিরিজকে নিয়ে সিলেটের ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহের কমতি নেই।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে সহজভাবে নিচ্ছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের সুখস্মৃতি আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের।
ট্রফি উন্মোচন: বাংলাদেশ ও আয়ারল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিলেটের পাঁচ তারকা হোটেল গ্রান্ড সিলেট হোটেলে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি এ সিরিজের ট্রফি উন্মোচন করেন।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে শনিবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে এ ম্যাচ।