দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের বাড়ছে শীতের তীব্রতা। সকালে ও গতরাতে কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠাণ্ডায় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো পুরো জেলা।

শ্রীমঙ্গলে যাতায়াতকারী কামরুল হাসান শাওন বলেন, গতকাল রাতে শ্রীমঙ্গলে প্রচুর ঠাণ্ডা ছিল। গিয়েছিলাম একটি কাজে। সাথে থাকা আমাদের একজন অসুস্থ হয়ে গেছে। এমন ঠান্ডা হবে বুঝে উঠতে পারেনি।

আবহাওয়াবিদ আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। এখন থেকে তাপমাত্রা কমতে থাকবে।