ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঠিক না: পররাষ্ট্রমন্ত্রী

ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঠিক না: পররাষ্ট্রমন্ত্রী

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির ই্যসু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, অনেক দেশে বিভিন্ন রকমের লোকজন থাকে। তাদের মতামতও একেক রকম। ইতিমধ্যেই ভারত সরকার সেই নুপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

শনিবার বিকেলে সিলেটে নগরীর কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজের উদ্বোধন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, এই বিষয় নিয়ে এতো বাড়াবাড়ি করা ঠিক হবে না। আমাদের রাসুল (সা.) বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এটা আমাদের মেনে চলা উচিত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান প্রমুখ।

এরআগে পররাষ্ট্রমন্ত্রীও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম ভারত সরকারের অর্থায়নে নগরীতে বাস্তবায়িত ৩টি প্রকল্পের উদ্বোধন করেন।