নগরীর কোনো ঈদগাহে হবে না ঈদের নামাজ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারও সিলেট মহানগরীর কোনো ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। সরকারের নির্দেশনা মোতাবেক এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, করোনার কারণে সিলেট নগরীর শাহী ঈদগাহসহ কোনো ঈদগাহেই ঈদের জামাআত অনুষ্ঠিত হবে না। শুধু বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে। প্রয়োজনে একাধিক জামাআত অনুষ্ঠিত হবে। জামাআতের সময় মসজিদ কমিটি নির্ধারণ করে দেবেন।