পদ্মা সেতুর কাজে বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বন্ধ
মুন্সীগঞ্জ, ০৮ জুন- পদ্মা সেতুর কাজে আগামী বুধবার (১০ জুন) শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। তাই যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দিয়েছে সেতু বিভাগ। সোমবার (৮ জুন) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১০ জুন) শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর ৩১তম স্প্যান স্থাপন করা হবে। তাই সেদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা) চলাচলের পরামর্শ দেয়া হয় বিজ্ঞপ্তিতে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সেতু বিভাগ-- বলা হয় বিজ্ঞপ্তিতে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৮ জুন