ফের সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেলো যুবকের
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশ পুরোটাই যেন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। গতকাল এ সড়কে দুর্ঘটনায় ঝরেছে প্রাণ, আজও মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন আরেকজন।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুশকিল হাসান মাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, এ স্থানে সিলেটগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রা -ট ১২-০৩১৪) ধাক্কায় ধান মাড়াই কাজের নিয়জিত হারভেস্টার গাড়ির চালক ফাহিম আহমদ ঘটনাস্থলেই মারা যান। তিনি গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোাকামপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য চুনু মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।