বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে ওয়ার্কাস অব ন্যাইশন

বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে ওয়ার্কাস অব ন্যাইশন

বন্যার্তদের পাশে ত্রাণ বিতরণ করছে ওয়ার্কাস অব ন্যাইশন (ডব্লিউএন) নামের একটি সংগঠন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ও আটগাঁও ইউনিয়নের বেশ কিছু গ্রাম অঞ্চলে  ত্রাণ বিতরণ করা হয়।

জানাগেছে, ডব্লিউএন, ডব্লিউএনের সদস্যদের বন্ধমহলের সহযোগিতায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের এই কর্মসূচি গ্রহণ করা হয়। এতে অর্থ সহয়তায় সাহায্য করছেন ঢাকার সামাজিক সংগঠন এইম ফাউন্ডেশন। যা ২০০০ এর অধিক মানুষকে সহায়তা করে ডব্লিউএন।

বিতরণকালে জরুরি ওষুদ ছাড়াও প্রতিটি প্যাকেটে শুকনো খাবার, পানি, স্যানিটারি ন্যাপকিন, স্যালাইন, বাচ্চাদের জন্য তরল দুধের প্যাকেজ ছিলো।

সংগঠনের সদস্যরা জানান, ডব্লিউএন এই নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রাণ সহায়তা করতে পেরেছে। তারা সিলেটের বাইরেও কাজ করার পরিকল্পনা করেছে ইতিমধ্যে। নেত্রকোনা, উত্তরবঙ্গ সহ যেসব এলাকা বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে সেসব এলাকায় সহায়তা করতে সর্বদায় প্রস্তুত তারা। তাদের ইচ্ছে এই সময়ে সকল বন্যার্তদের পাশে দাঁড়ানোর। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আর সেজন্য তাদের প্রয়োজন অর্থ সহায়তা। আর দেশের ১৮ কোটি মানুষই পারে এই সহায়তায় হাত বাড়াতে।