আবারও ডুবছে সিলেট নগরী

আবারও ডুবছে সিলেট নগরী

সিলেট নগরী থেকে বন্যার পানি নেমে প্রায় স্বাভাবিক হতে চলেছিল জনজীবন। কিন্তু নগরীর মানুষের বিপদ যেন  কাটছেই না । আবারও নগরীর নিম্ন এলাকার রাস্তা গুলো পানির নিচে। মঙ্গলবার রাতে আকস্মিক বন্যায় সিলেট নগরীর খালগুলো পূর্ণ হয়ে বাসাবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। 

বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে ড্রেন ভর্তি হয়ে ময়লা পানি উঠে এসেছে রাস্তায়। ফলে এসব এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা রাতে নগরীর  তালতলা, জামতলা, সাগরদিঘীরপার, কুয়ারপার, লালাদিঘীরপার, মির্জাজাঙ্গাল, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখা গেছে।   

নগরীর উপশহরের বাসিন্দা আব্দুল ওয়াহিদ বলেন সকালে অফিসে যেতে রাস্তায় কোনো পানি দেখিনি কিন্তু রাতে আসার সময় হাঁটু সমান পানি। রাত দীর্ঘ হওয়ার সাথে সাথে পানির উচ্চতাও দীর্ঘ হচ্ছে। 

নগরীর শেখঘাটের পারভেজ আহমদ বলেন,  তালতলায় পানি সকালেও ছিলো না কিন্তু রাতে এই সামান্য বৃষ্টির জন্য পানি বৃদ্ধি পেয়ে গেল তা আমাদের জন্য আতঙ্কের। 

এ ব্যাপারে জেলা আবাহওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।