বেদে পল্লীতে শাবির ‘স্বপ্নোত্থান’র ঈদবস্ত্র বিতরণ

বেদে পল্লীতে শাবির ‘স্বপ্নোত্থান’র ঈদবস্ত্র বিতরণ
বেদে পল্লীতে শাবির স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ঈদ বস্ত্র বিতরণ

শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ সিলেটের সালুটিকরের বেদে পল্লীতে ঈদবস্ত্র বিতরণ করেছে।

বুধবার (৫মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পন সিংহ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় এবারো অসহায় মানুষদের মুখে ইদের হাসি ফোটাতে আয়োজন করেছে ‘স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ-২০২১’। এবারের আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো সমাজের প্রান্তিক সম্প্রদায় বেদেদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া।

বেদেদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে সালুটিকরের বেদে পল্লীতে সর্বমোট ৪৬ জন মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করেছে ‘স্বপ্নোত্থান’।

স্বপ্নোত্থানের সিনিয়র সহ সভাপতি মোফাজ্জল হোসেন টিপু বলেন, প্রতিবছর সমাজের প্রান্তিক জনগণের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করে স্বপ্নোত্থান। এরই ধারাবাহিকতায় সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এবছরও আমরা আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, সর্বাত্মক লকডাউন থাকার কারণে প্রতিবছর যেভাবে আমাদের স্বেচ্ছাসেবীরা সবার কাছে গিয়ে গিয়ে অর্থ সংগ্রহ করে এবার সেটি সম্ভব না হওয়ায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহায়তা এবং কুইজ কম্পিটিশন আয়োজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। এতে সবাই আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ইদবস্ত্র বিতরণের অর্থ সংগ্রহের জন্য স্বপ্নোত্থান আয়োজন করে ‘স্বপ্নোত্থান চ্যারিটি কুইজ কম্পিটিশন – ২০২১’। এ কুইজ কম্পিটিশন থেকে প্রাপ্ত সকল অর্থ ঈদবস্ত্র বিতরণের কাজে ব্যয় করা হয়। তাছাড়া, স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা অনলাইনে প্রচারণার মাধ্যমে অর্থ সংগ্রহও অব্যাহত রেখেছিলেন।