মগবাজারে ভবনে বিস্ফোরণ, অন্তত ৬ জন নিহত

মগবাজারে ভবনে বিস্ফোরণ, অন্তত ৬ জন নিহত

রাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন মারা গেছে। রোববার সন্ধা সাড়ে ৭ টায় এ ঘটনায় অর্ধশত ব্যক্তি দগ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রাত ৯ টা পর্যন্ত অগ্নিদগ্ধ ২৭ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপড়তা চালাচ্ছিল। ফায়ার সাভিস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানানা, মগবাজার ওয়ারলেস রেলগেটের আগে প্রধান সড়কে একটি ভবনে আকস্মিক বিস্ফোরণ ঘটে। ওই ভবনটিতে তৈরী পোশাক ব্রিকয়ের প্রতিষ্ঠান আড়ংয়ের শো রুম আছে। এ কারণে আড়ংয়ের বিল্ডিং নামে ওই ভবনটি পরিচিত। কি থেকে বিস্ফোরণ ঘটেছে তা কেউই বুঝতে পারেনি। তারা বিস্ফোরণের পর শুধু আগুন দেখতে পায়। ভয়াবহ বিম্ফোরণে আশেপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্থ হয়। একটি ভবনের দেয়াল ভেঙ্গে পড়ে যায়। এরপর লোকজন রাস্তায় দগ্ধ অবস্থায় অনেককে পড়ে থাকতে দেখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনা স্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশেই রয়েছে রাশমনো হাসপিটাল, বিশাল সেন্টার মার্কেট, উজ্জল হোটেল, মগবাজার প্লাজা, আগরা ও আড়ং এর শো’ রুম। বিস্ফোরণের ঘটনায় এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলিফ নামের এক সংবাদকর্মী ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বিস্ফোরণে দেয়ালে বেশ কয়েকজন চাপা পড়েছেন। স্থানীয়রা জানিয়েছেন ওই ভবন থেকেই বিকট শব্দ শোনা গেছে। স্থানীয়দের কেউ কেউ জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকদিন ধরে ড্রেনের সংস্কার কাজ চলছে। তৎসংলগ্ন এলাকায় গ্যাস পাইপ লাইনের সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

রমনা থানা সূত্র জানায়, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে থানা পুলিশ জানতে পেরেছে। তবে এখনও নিশ্চিত হতে পারেনি। পুলিশের বেশ কয়েকটি টিম সেখানে আছে। এ ঘটনায় ঠিক কি কতজন হতাহত ও কি ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, তারা একটি এসি বিস্ফোরণ হওয়ার থবর পেয়েছেন। কেউ কেউ আবার ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।