মাধবপুরে আগুনে পুরলো ১০ দোকান

মাধবপুরে আগুনে পুরলো ১০ দোকান

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাশিমনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে মিজান মিয়া (৩৫), আবুল কালাম (২৮), দুলাল মিয়া (৩৫) আহত হয়েছেন।

এদিকে ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।   

এলাকার বাসিন্দা মির্জা ইকরাম জানান, রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুরদিকে ছড়িয়ে পড়ে। এতে কাপড়ের দোকান, ওষুধের দোকান, ডেকোরেটস, মনোহরি  দোকান,  চায়ের স্টল, সেলুনসহ ১০ দোকান মালামালসহ পুড়ে যায়।। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি দোকান। আগুন দেখে লোকজন এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর ফারার সার্ভিসের  সাবঅফিসার মো. ইব্রাহিম জানান, হাবিব মিয়ার দোকানে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মিয়া জানান, মুহূর্তের মধ্যে আগুনে ব্যবসায়ীরা পথে বসে গেছে।