মালনীছড়া চা বাগানে আগুনে পুড়েছে বসতঘর-দোকান

সিলেটের মালনীছড়া চা বাগানে এলাকায় আগুনে পুড়েছে একটি বসতঘর ও একটি দোকান।
শনিবার (৯ এপ্রিল) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ২ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমে কর্তব্যরত একজন কর্মকর্তা সিলেটটুডে টুয়েন্টিফোরকে বলেন, সকাল ১১ টা ৫৩ মিনিটে আমরা ফোন পেয়ে সিলেট ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে পাঠাই। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি সেমিপাকা বসতঘরে থাকা আসবাবপত্র ও একটি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।