যেকোনো মূল্যে টিলা-পাহাড় কাটা বন্ধ করতে হবে: বনমন্ত্রী

যেকোনো মূল্যে টিলা-পাহাড় কাটা বন্ধ করতে হবে: বনমন্ত্রী

বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, যেকোনো মূল্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। যেকোনো মূল্যে আমাদের টিলা, পাহাড় কাটা বন্ধ করতে হবে। পরিবেশ ঠিক রেখে রাতারগুলে আরও পর্যটন অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

বুধবার দুপুরে একমাত্র জলারবন সিলেটের রাতারগুলে পর্যটক দর্শনার্থীদের জন্য যানবাহন পার্কিং প্লেস, ভিজিটরশেড ও পাবলিক টয়লেট উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। পদ্মা সেতু হয়েছে, সেই পদ্মার উপর দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী। তার অবিচল নেতৃত্ব বাংলাদেশ একটি আধুনিক ও উন্নত দেশের মর্যাদায় আসীন হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বে উন্নয়ন অগ্রযাত্রায় একজন দক্ষ নেতা হিসেবে শেখ হাসিনা একটি রুল মডেল। 

মন্ত্রী রাতারগুলে আধুনিক স্থাপত্যশৈলীর একটি রেস্ট হাউসসহ স্থানীয় জনসাধারণের ভাগ্যোন্নয়নে পর্যটনবান্ধব অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল জুনায়েদ, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মো. নাজমুল ইসলাম, তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল সুদীপ রায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, সিলেট বন বিভাগ সারি রেঞ্জ অফিসার মো. সালাউদ্দিন, সাবেক রেঞ্জ অফিসার মো. সাদ উদ্দিন, রাতারগুলসহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব আলম, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহাব উদ্দিন, জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক এম মহি উদ্দিন মহি, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মাসুক আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের আহমদ, সুহেল আহমদ প্রমুখ।

মন্ত্রী স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে ঘোষণা দেন। পরে বনমন্ত্রী নৌকাযুগে রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখেন। এ সময় নৌকার মাঝিদের মুখে বিভিন্ন ধরনের গান শুনেন।