লকডাউনের প্রথমদিনে সিলেটে ১৩৫ যানবাহন আটক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করায় সিলেট নগরীতে বৃহস্পতিবার (১ জুলাই) ২৫ জনকে জরিমানা ও ১৩৫টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানায়, লকডাউনের প্রথম দিনে বিধি নিষেধ অমান্য করায় নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত ২৫ জনকে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
সরকার ঘোষিত 'কঠোর লকডাউনের' প্রথমদিনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ১৬ টি চেক পোস্টে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কারসহ মোট ১৩৫টি যানবাহন আটক করা হয়েছে। দায়ের করা হয়েছে ৫৭টি মামলা।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাতদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের প্রথম দিনে সিলেট নগরজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়।
এর আগে বুধবার (৩০ জুন) কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।