শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলমগীর কবীর আত্মহত্যা করেছেন৷
বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকে সুনামগঞ্জের ধর্মশালা উপজেলায় নিজ বাড়ির পাশের আম গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, খবর পেয়ে রাত ১০টায় আলমগীরের বাড়িতে যান তারা। পরে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টা থেকে ৯টার মধ্যে তিনি গলায় ফাঁস লাগাতে পারেন। দীর্ঘদিনের মানসিক হতাশা থেকে তিনি এই আত্মহত্যা; ধারণা করছে পুলিশ।