শাবির সিএসই সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক পার্থ ঘোষ৷
সিএসই সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মুমিন, সহ-সভাপতি হিসেবে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানজিকুর রহমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ ঘোষকে মনোনীত করা হয়।
এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ পদে ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভি দত্ত এবং ক্রীড়া সম্পাদক পদে একই বর্ষের শিক্ষার্থী সৈয়দ জামিল মাহমুদ ইফতি মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন– যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ, প্রকাশনা সম্পাদক মো. মারুফুর রহমান শোভন, কার্যকরী সদস্য মো. জাহিদুল আকরাম রাতুল, আহমেদ রাকিব, মুহিত মাহমুদ আল ফারহান, মাহদী মুর্শেদ, আহসানুল হক ও মো. শাহরিয়ার খালেদ ।