সিলেটে আসামির বাড়ি থেকে হাতকড়া উদ্ধার

সিলেটে আসামির বাড়ি থেকে হাতকড়া উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে সিআইডি পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া চোরাকারবারি ধলাই মিয়ার বাড়ি থেকে হাতকড়া উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) উপজেলার লামা শ্যামপুর এলাকার ধলাই মিয়ার বাড়ি থেকে এ হাতকড়া উদ্ধার করা হয়।

এর আগে শনিবার সকালে জৈন্তাপুরের চিকনাগোল এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযান চলাকালে চোরাকারবারিরা হামলা চালিয়ে হাতকড়াসহ ধলাই মিয়াকে ছিনিয়ে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে ধলাই মিয়াকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরে তল্লাশি করে হাতকড়াটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম হাতকড়া উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি ধলাই মিয়াসহ এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে ৪টায় সিলেট-তামাবিল মহাসড়কে সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) দ্বীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলানো হয়। এ সময় ধলাই মিয়াকে আটকের পর হাতকড়া পরিয়ে তল্লাশি চলাকালীন কয়েকটি ডিআই পিকআপ ও নোহা গাড়িতে করে আসা ৮০-৯০ জনের চোরাকারবারিরা সিআইডি সদস্যদের ওপর হামলা চালায়। তারা হাতকড়াসহ ধলাই মিয়াকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সিআইডির এসআই দ্বীপরাজের হাত ভেঙে যায়। পরে তিনি বাদী হয়ে ধলাই মিয়াসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০-৯০ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন।