সিলেটে জামায়াতের ঝটিকা মিছিল, পুলিশ দেখেই দৌড়!

সিলেটে জামায়াতের ঝটিকা মিছিল, পুলিশ দেখেই দৌড়!

সিলেটে শনিবার (২৯ জুলাই) সকালে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকাল সাড়ে ৯টার দিকে মহানগরের জেল রোড পয়েন্ট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে নয়াসড়ক পয়েন্টে গিয়ে পুলিশ দেখেই তারা দৌড়ে পালান। 

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের আমির ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে মহানগর জামায়াতের উদ্যোগে ৫ মিনিটের এ মিছিল অনুষ্ঠিত হয়।

মাঝেমধ্যে এমন ঝটিকা মিছিল আর গত বছর বন্যায় কিছু স্থানে ত্রাণ বিতরণ ছাড়া সিলেট অঞ্চলে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে জামায়াতের কোনো তৎপরতা ছিল না। চলতি জুলাই মাসে সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য তিন দফা আবেদন করে পুলিশের অনুমতি পায়নি দলটি। তবে সমাবেশ করতে না পারলেও সম্প্রতি দলটির নেতা-কর্মীদের তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় আজ তারা সিলেটে ঝটিকা মিছিল করেছে।  তবে এ বিষয়ে পুলিশ অবগত নয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন- জামায়াতের মিছিলের বিষয়ে আমরা অবগত নই। তবে জামায়াত যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ।